বঞ্চিতের ডাক

অনেক ব্যাথা জমানো বুকের ধাক্কা দিলে যারে,

স্বীকৃতির অভাব, ক্ষুধিত সংসার ডাক দেয় বারে বারে।।

বঞ্চিতের হৃদয় কাঁপে মাথায় নতুন আগুন ঝরে।

লাথি ঝাঁটা খেতে খেতে শিরদাঁড়া যায় ব্যথার ভারে।।

শাসকের আজও ঘুম ভাঙেনা সংখ্যা ভোটের অহঙ্কারে,

সবার তরে টাকা জোটে এর বেলা নেই ভাঁড়ার ঘরে

বিরোধী দল এখন আসে :সব শেয়ালের একই রা…

ক্ষমতা পেলে সব কিছু ভুলে বলবে তখন ভেগে যা….

সয়েছি মোরা বহু দিনের প্রাণ জ্বালানো আঘাত-কাঁটা,

শাসকের দুয়ারে বারে বারে খেয়েছি মোরা লাথি-ঝাটা।

এসো সবে মিলে প্রতিরোধ গড়ে তুলে….

স্বীকৃতি, অধিকার আদায় করি সবাই মিলে !

জয় হিন্দ জয় বাংলা মা মাটি মানুষের জয়…

অধিকার মোদের পাবো নিশ্চয় পাবো নিশ্চয়

পাবো নিশ্চয়….
নেই ভয়…..

এখানে আপনার মন্তব্য রেখে যান