**নারী স্বাধীনতা **
—-আশরাফ
::::::::::::::::::::::::::
বিচ্ছিরি একটা স্বাদ পেট থেকে উঠে আসতে চায়……
তবু গিলে খাই আমরা; জিভে স্বাদ নিতে নাই ….
ঘোমটা ওঠাও ঘোমটা ওঠাও খুলে ফেলো ওর মুখ…….
ওই মেয়ে টা কি চায় জানো কিসে আছে ওর সুখ??…..
সব মেয়েরা সমান নয়তো বিচার কোরোনা নিজেকে দিয়ে…..
নারী স্বাধীনতার মোড়ক তৈরী কেনো লম্পটের চাহিদা নিয়ে???…..
চেয়ে দেখো আজ নারী স্বাধীনতা কিছু মেয়েদের বসে….
অন্য মেয়েরা ঘোমটা চাইছে, তাদের দাবী যায় খসে……
তারাও তো চায় সংসারে স্বপ্ন সুখের চক্ষু খুলি
মিষ্ট স্বামীর ভালোবাসায় তারও প্রাণ গেছে ভুলি!
শ্লীলতার ছন্দে ভরা জগৎ তারও আছে,
নারীর স্বার্থই নারী স্বাধীনতা হোক আমাদের সবার কাছে….