**জেসমিন -আমার ভালোবাসা **

—আশরাফ

বারেবারে মন দিয়ে ভালো বেসে দেখো…..
নদী পারে একধারে চুপ থেকো নাকো…..

জীবনের সুখ বিক্রি করে হাসি চাই শুধু তোমার ;
মনের গহীনে ঘুরে ফিরে শুধু ভালোবাসার বাহার

বুকের মাঝের সিংহাসনে রেখেছি আমি তোমায়
ভালো বাসার অভিমানে একটু আধটুকু রাগায়

জীবন আমার দিয়েছি বিলিয়ে শুধু তোমারই নামে
ঘড়ির কাঁটা হৃদ মাঝারে যতদিন না থামে

জেসমিন নাম মন দেখি সর্বদা জপে যায়
দেখেছি একই জপনাম তোমারও চোখের তারায়

আমার কষ্টে তোমার কষ্ট দেখেছি নয়ন ভ’রে
আমার কথায় মনের মালা গাঁথলে কেমন ক’রে।

মন প্রাণ দিয়ে তুমি হয়েছো শুধু আমার
সারা জীবন আমার আছো কি আর দেবে আবার

পথ চেয়ে ছিলে এযুগে এসেও সেই জন্ম থেকে
সব ভালো বাসা দিয়েছো আমার জন্য রেখে

জেসমিন আমি গর্বিত নিজের মনের কাছে….
ভালোবাসা আর ভালোবাসা ছাড়া কি আর দেবার আছে!!

এখানে আপনার মন্তব্য রেখে যান