🌴🌴বৃদ্ধ আয়না 🌴🌴
—–*আশরাফ খান *
সমতল চকচকে প্রেক্ষাপট হাসে খিলখিল……….
এঁকেছি বিচিত্র ছবি, সভ্যতা, মহা মিছিল……
এঁকেছি মহাকাশ থেকে পৃথিবীর খালবিল….
স্বপ্নের জেসমিন , মনের খুশি অনাবিল….
একদিন ভাগ্যের সময়ের চাকা ছুঁড়েছে ঢিল,
হয়ে গেছি আজ তাই সবার কাছে বাতিল…..
এখন ভেঙে হয়েছি খসখসে, চৌচির….
সব বিলিয়ে হয়েছি ফকির…..
এখন ঝাপসা ছবি আঁকি খসখসে ফাটা কাঁচে…
আমার সন্তানেরা সব দুধে ভাতে আছে…..
আমি একটা বৃদ্ধ আয়না মানুষের প্রতীক
সমাজ সংসারে ওরা বলে ধিক আমাকে শত ধিক…….
বৃদ্ধ শত আশরাফের সেবাতে রাজা হলো যারা
তাদের অবহেলায় আজ আমরা দিশেহারা,
লজ্জাহীনতায় থরথর কাঁপে নিখিল
নতুন আয়নাতে সব ছবি গতিশীল!
আকাশের দিকে তাকাই নেই নীল,
পারদ চটকেছে, নদী হব পার, খুঁটি শিথিল।
হে নতুন লজ্জা বিকিয়ে খুলছো উন্নতির দ্বার,
ধ্বংস অরণ্য, চারিদিকে প্লাস্টিকের পাহাড়??,…..