ওরে জনস্রোত আসছে
ak
তোরা সরে চলে যা অনেক দূরে…
কাছে বসতে দিতাম….
কিন্তু জনস্রোত আসছে ধেয়ে….
তাই অনেক দূরে জায়গা দেবো তোরে….
পাশ থেকে সরবি তো সর…
নইলে মর…..
ধেয়ে আসছে ওরা ভেসে যাবে তোর ঘর….
আমি রক্ষক…
তবু পারবনা তোকে পাশে বসতে দিতে….
এক বৃন্তে দুটি কুসুমের মতো….
আমায় ভুল বুঝিস না….
ভালোবাসি তোরে খুব…
জনস্রোত আসছে…..
তোকে বাঁচাতেই সব l